×

সারাদেশ

সাত ঘণ্টা পর উত্তরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১০:১৮ পিএম

লাইনচ্যুত হওয়া মালগাড়ির বগি সরিয়ে নেয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে।

পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার রাত ১০টার দিকে বলেন, লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের দুটি বগি সরিয়ে নেয়া হয়েছে। সাত ঘণ্টা পর উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে মালবাহী বগি সরিয়ে নেয়।

পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী জানান, মালবাহী ট্রেনটি বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা রেললাইন থেকে পড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App