×

সারাদেশ

সাজেকে অগ্নিকাণ্ডে ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০২ পিএম

সাজেকে অগ্নিকাণ্ডে ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই
সাজেকে অগ্নিকাণ্ডে ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

বৃহস্পতিবার ভোর রাত ৪টায় সাজেক পর্যটন কেন্দ্রে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে।

রিসোর্টগুলো হলো মেঘছুট রিসোর্ট, সাজেক ইকো রিসোর্ট, অবকাশ ইকোমেনুয়েল রিসোর্ট, মনটানা রিসোর্ট ও সাজেকের সর্বপ্রথম মারুয়াতি রেস্টুরেন্ট।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে অবকাশ রিসোর্ট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App