×

জাতীয়

ভারত থেকে এল ৪৫ লাখ ডোজ টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

ভারত থেকে এল ৪৫ লাখ ডোজ টিকা

প্রতীকি ছবি

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরিকৃত ৪৫ লাখ ডোজ কোভিশিল্ড টিকা এসেছে। বুধবার (১ ডিসেম্বর) রাত আটটা ১০ মিনিটে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকোর প্রধান নির্বাহী কর্মকর্তা রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখনও পর্যন্ত এক কোটি ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।

গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে ‍তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও টিকা রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী তিন কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়ে যায়। এরপর বুধবার ৪৫ লাখ টিকা পেল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App