×

আন্তর্জাতিক

ভারতে ভয়ংকর ওমিক্রনের থাবা, আতঙ্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম

ভারতে ভয়ংকর ওমিক্রনের থাবা, আতঙ্ক

প্রতীকি ছবি

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটিতে দুজনের দেহে ওমিক্রন শনাক্ত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, কর্নাটকে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এর ওমিক্রন প্রজাতির কবলে পড়েছেন।

জানা গেছে, তারা দুজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। একজনের বয়স ৬৬, অন্যজনের ৪৬। তাদের কাছে থাকা ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওমিক্রনের বিষয়ে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। মাস্ক পরে প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে।

অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ওমিক্রনের সঙ্গে লড়াইয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার। তাই একে কেন্দ্র করে আতঙ্কিত হওয়া যাবে না।

এ নিয়ে বিশ্বের ২৪ দেশে হানা দিল করোনার নতুন ধরন ওমিক্রন।

বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে আতঙ্কে

সম্প্রতি ওমিক্রন আক্রান্ত দেশ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে ২৪০ বাংলাদেশি। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবক এনামুল হকের (২৭) বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে সাত জনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। এ পরিস্থিতিতে ভারতে ওমিক্রন শনাক্তের খবরে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ওদিকে, ওমিক্রন নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার নেতৃস্থানীয় বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, করোনার নতুন ধরন ওমিক্রন যে শুধু হালকা অসুস্থতা তৈরি করবে তা চূড়ান্তভাবে ভাবে বলার সময় এখনো আসেনি।

বিজ্ঞানীরা বলেন যে, ওমিক্রন আসলেই কতটা ভয়ংকর তা এখনই বলা কঠিন, কারণ এটি এখনও পর্যন্ত বেশিরভাগই অল্পবয়সীদের আক্রান্ত করেছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং যারা জীবাণুটির বিরুদ্ধে লড়াই করতে বেশি সক্ষম। তবে, ভাইরাসটি কয়েকদিন শরীরে বহন করার পরে গিয়ে লোকের অসুস্থ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এর আগে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস বলেছে যে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র গত ২৪ ঘন্টায় প্রায় দ্বিগুণ হয়ে ৮,৫৬১ জনে দাঁড়িয়েছে। ওমিক্রন এখন দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রধান ধরন।

এনআইসিডি-র জনস্বাস্থ্য নজরদারি বিভাগের প্রধান মিশেল গ্রুম বলেছেন, ‘এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সীদের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ঘটেছে। তবে এখন আমরা বয়স্কদের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ দেখতে শুরু করেছি। আমরা আরও আশা করছি যে, আগামী আরও কয়েক সপ্তাহ ওমিক্রনের ফলে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা যাবে না’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App