×

স্বাস্থ্য

নো ভ্যাকসিন, নো সার্ভিস নিয়ে বিতর্ক কেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:১৫ এএম

নো ভ্যাকসিন, নো সার্ভিস নিয়ে বিতর্ক কেন

প্রতীকি ছবি

সরকারি সেবা পেতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে। টিকা নেয়া ছাড়া কোনো সরকারি সেবা পাওয়া যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি সরকারের কাছে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ নির্দেশনা জারির সুপারিশ করেছে। কিন্তু ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, যে দেশের মাত্র ২৫ শতাংশ টিকা পেয়েছেন, সে দেশে এমন নির্দেশনা জারির আদৌ যৌক্তিকতা আছে? গত মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সুপারিশের বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, টিকা না নিলে সরকারি সেবা দেয়া হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুক্তি, দেশের আপামর মানুষকে করোনা টিকা নেয়ার ক্ষেত্রে চাপ তৈরিতে এ সুপারিশ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরেই টিকা নেয়ার ব্যাপারে মানুষের অনাগ্রহ দেখা যাচ্ছে। তারা যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন সে কারণেই সরকারের কাছে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ সুপারিশ করা হয়েছে। খবর বিবিসি বাংলার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, যদি করোনা টিকা ছাড়া সরকারি সেবা দেয়া না হয়, তাহলে মানুষ আবার টিকা নিতে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App