×

সারাদেশ

কুমিল্লায় কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৩:০২ পিএম

কুমিল্লায় কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার সাখাওয়াত হোসেন জুয়েল। ছবি: ভোরের কাগজ

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র তার সহযোগী হরিপদ দাসকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় সাখাওয়াত হোসেন জুয়েল (৪৮) নামে একজনকে নাংগোলকোটের গান্দাচি মজুমদার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের মজুমদার বাড়ির দেলোয়ার হোসেন মজুমদারের ছেলে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার এম তানভির আহমেদ।

পুলিশ জানায়, কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামী শাহালম হত্যায় ব্যবহৃত অস্ত্র হত্যার পরদিন জুয়েলের (৪৮) কাছে রেখে পালিয়ে যায়। জুয়েলের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুইটি ম্যাগজিন এবং ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। নাঙ্গলকোটের গান্ধাচির মজুমদার বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, নাঙ্গলকোট থানায় জুয়েল ও শাহালমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App