×

সারাদেশ

কারিগরি ত্রুটি, ৫০ মিনিট আকাশে ওড়ার পর বিমানের অবতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

কারিগরি ত্রুটি, ৫০ মিনিট আকাশে ওড়ার পর বিমানের অবতরণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকার কারণে ৪২ যাত্রীকে নিয়ে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ মিনিট বিলম্বে অবতরণ করেছে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে। বুধবার রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে। বুধবার (১ ডিসেম্বর) শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সর্বশেষ রাত ৯টা ৩৫ মিনিট চতুর্থবার চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণে ব্যর্থ হয়। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App