×

সারাদেশ

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় সিএনজি চালক গুলিতে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০৭ এএম

নরসিংদীতে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আরও ১২ জন আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতাল ও রায়পুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরায় চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে। ভোটের দিন ওই এলাকায় তাকে সিএনজি চালাতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন খোরশেদ আলম মিঠু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল। বিকেল ৫টায় ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকসহ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তারা ব্যালটসহ বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App