×

আন্তর্জাতিক

করোনাজয়ীদেরও ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে : ডব্লিউএইচও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদেরও এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাইরাসটির নতুন এই ধরন নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর গত রবিবার (২৮ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ সতর্কবার্তা দিয়েছে। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার 'ডেলটা' ধরনের চেয়ে 'ওমিক্রন' দ্রুত ছড়ায় কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষায় ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সংস্থাটি আরও জানায়, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হন কি-না, তা এখনো স্পষ্ট নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। কারণ সেখানে করোনার সার্বিক সংক্রমণ বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App