×

আন্তর্জাতিক

আফ্রিকার সাত দেশের ফ্লাইট স্থগিত করল আমিরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৯:০১ এএম

আফ্রিকার সাত দেশের ফ্লাইট স্থগিত করল আমিরাত

প্রতীকি ছবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে আফ্রিকার সাতটি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের ঘোষণ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার (২৯ নভেম্বর) স্থগিতের এ আদেশ কার্যকর হবে। যেসব দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত থাকবে সেসব দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লাইটের এ স্থগিতাদেশ বহাল থাকবে। খবর আনাদোলুর।

গত সপ্তাহে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকা থেকে শনাক্ত হয়। ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যেই ছড়িয়েছে ভাইরাসটি। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম ও ইতালিতে বিপুল সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আগে এর সংক্রমণ ঠেকাতে প্রথম দেশ হিসেবে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App