টাঙ্গাইলের মির্জাপুর আসনের উপনির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার ঘোষনা করা হবে বলে জানিয়েছে ইসি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামীকাল কমিশনের ৯১তম বৈঠকে টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হবে। একই সঙ্গে নারায়নরগঞ্জ সিটি কর্পোরেশনসহ বেশ কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচনের তফসিলও দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ এর সংসদ সদস্য মো. একাব্বর হোসেন মারা যান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর আওয়ামী লীগ থেকে নির্বাচন করে টানা চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।