×

জাতীয়

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:৫৬ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের।

এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, কিংডম অব সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সাপোর্ট মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসের ও বিডার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। সামিটে অংশ নিয়েছে ৫৪টি দেশ। সামিটে যোগ দিতে বেশ কয়েকটি দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধি দলও অংশ নিয়েছে। সামিটে বিডার পক্ষ থেকে ১১টি খাতকে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে কেউ যদি এর বাইরে অন্য কোনো খাত নিয়ে আগ্রহ দেখায়, সেটি নিয়েও আলোচনার প্রস্তুতি রাখা হয়েছে।

সম্মেলনে উপদেষ্টা বলেন, বিনিয়োগের পরিবেশ উন্নত হচ্ছে প্রতিদিনই। এতে দেশি বিনিয়োগকারীদের মধ্যে আগের তুলনায় আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো।

বিডার আয়োজনে সামিটে সহযোগী হিসেবে রয়েছে বেজা, বেপজা, পিপিপিএ, বিএইচটিপিএ। এছাড়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও ইউকেএইড এ সামিট আয়োজনে সহায়তা করছে। দেশের সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো তুলে ধরে বিদেশি বিনিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।

সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী ও চীনের ভাইস মিনিস্টার (বাণিজ্য মন্ত্রণালয়) ভিডিও বার্তা পাঠিয়েছেন। এছাড়া জাপানের একজন ভাইস মিনিস্টারের বার্তা ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পড়ে শোনান ইতো নাওকি।

সম্মেলনের প্রথম দিন বিজনেস সেশনে ‘ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক: দ্য রাইট মুভ’ শীর্ষক আলোচনা রয়েছে। এছাড়া ক্যাপিটাল মার্কেট: দ্য রাইজিং টাইগার, পাওয়ার অ্যান্ড এনার্জি: চার্জ অ্যাহেড, লিগাল ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল সার্ভিস: এনশিউরিং সাসটেইন গ্রোথ, এগ্রোবিজনেস: গ্রোথ বাই ন্যাচার, লেদার অ্যান্ড লেদারগুডস: স্টেপ ইট আপ, রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল: ওয়েভিং দ্য ওয়ে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্লাস্টিক গুডস: রাইড দ্য কারেন্ট—এসব বিষয়ে সেশন অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল প্লেনারি সেশনে রয়েছে ইনভেস্টমেন্ট কমপিটিটিভনেস অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট: রেসিং নিউ হাইস্ট ইন দ্য নিউ নরমাল শীর্ষক আলোচনা। দুটি বিজনেস সেশান ইন পেরারালে থাকছে ইকোনমিক জুন: এক্সেডিং অল এক্সপেক্টেশনস, ব্লু ইকোনমি: ডিসকভার দ্য ফিউচার, লেভেরাজিং ফোর্থ-আইআর: নিউজ এভিনিউ ফর ইনোভেটিভ ইনভেস্টমেন্ট, হেলথ অ্যান্ড ফার্মাসিটিক্যালস: অ্যাফর্ডেবল ওয়েলবিং: হেলদি লিভিং ফর অল শীর্ষক আলোচনা।

দুই দিনই থাকছে বিজনেস নেটওয়ার্কিং সেশন। দ্বিতীয় দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App