তৃতীয় দিন রবিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম টেস্টে বল হাতে কেমন খেলবে টাইগাররা এমন ভাবনায় ডুবে ছিল ক্রিকেটপ্রেমীরা। কারণ দ্বিতীয় দিন সফরকারী পাকিস্তানের কোন উইকেট শিকার করতে পারেনি তাইজুল-রাহীরা। কিন্তু রবিবার সকাল থেকে পাকিস্তানি ব্যাটসম্যানদের চেপে ধরেছে তাইজুল-মিরাজ।
দলীয় ১৮২ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পরেছে সফরকারীরা। তৃতীয় দিন শুরুতে প্রথম ওভারেই জোড়া আঘাত করেন তাইজুল। পরপর দুই বলে ফেরান শফিক-আজহারকে। এরপর দলীয় ১৬৯ রানে পাকিস্তানের অধিনায়ককে বোল্ড আউট করেন মিরাজ। বাবর ১০ রানে সাজঘরে ফিরেন।
এরপর ফাওয়াদ আলমকে আউট করেন তাইজুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮০.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৭ রান। আছেন আবিদ ১১৭ ও মোহাম্মদ রেজওয়ান শূন্য রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।