গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে। আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি করেছেন।
রবিবার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরনবী এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় আতিকুর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম এক জন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তিনি চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটুক্তি করেছেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জাহাঙ্গীর আলমের বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।
আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।