×

জাতীয়

হাফ ভাড়া নিয়ে বিআরটিএতে পরিবহন মালিক সমিতির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০২:২৬ পিএম

হাফ ভাড়া নিয়ে বিআরটিএতে পরিবহন মালিক সমিতির বৈঠক

ফাইল ছবি

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে বিআরটিএ পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে বিআরটিএ’র বনানী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর নেতৃত্বে পরিবহন মালিক শ্রমিকরা অংশ নেন। এই বৈঠকে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়ার বিষ‌য়ে সিদ্ধান্ত আস‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।

গত শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের দাবির কারণে সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই বিষয়ে বিআরটিসি দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App