×

খেলা

সেঞ্চুরির আক্ষেপ মুশফিকের, আউট হলেন লিটনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১১:১০ এএম

সেঞ্চুরির আক্ষেপ মুশফিকের, আউট হলেন লিটনও

বিধ্বস্ত মুশফিক

টেস্ট সংস্করণে বাংলাদেশের মুশফিকুর রহিমের দাপট নতুন কিছু নয়। সাদা পোশাকে ব্যাট হাতে ক্রিজে আসলে প্রতিপক্ষের বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায় তার। তেমনি শনিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির বেশ কাছে ছিলেন মুশফিক। তবে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। ২২৫ বলে ৯১ রান করে আশরাফের বলে আউট হন তিনি। এর আগে আউট হন লিটন দাস। এ সময় তার ব্যক্তিগত সংগ্রহে ছিল ১১৪ রান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি দেখা পেলেন না মুশফিক। এদিন ৯১ রানে ফাহিম আশরাফের বলে উইকেট রক্ষকের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন মিস্টার ডিফেন্ডেবল ব্যাটসম্যান। এ ছাড়া আরও একটি রেকর্ড ভাঙা হলো না মুশফিকের। ৪,৭৮৮ রান নিয়ে টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক তামিম। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে সেই রেকর্ড ভাঙতে তার প্রয়োজন ছিলে ১৬ রান। গতকল ৮৫ রান নিয়ে খেলতে নাম মুশফিক করেন মাত্র ৬ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App