×

জাতীয়

শারীরিক অবস্থার অবনতি, ফের আইসিইউতে রওশন এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০১:০৪ পিএম

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

ছেলে সাদ এরশাদ জানান, শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে আবারও তাকে ভর্তি করা হয়। এছাড়া, তার অবস্থা খুব ভয়াবহ তা নয়। কিন্তু আইসিইউ মানেই তো ভয়ের ব্যাপার।

জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়াসহ আরও কিছু শারীরিক জটিলতা দেখা যায়। তাছাড়া, কফ জমে যাওয়া, বার্ধক্যজনিত সমস্যা, বাম পায়ে ইনফেকশন, ডায়াবেটিসসহ নানা রোগ ভুগছেন রওশন এরশাদ। তারপর গত ৫ নভেম্বর বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেয়া হয়। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়েছিল। গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়।

সাদ এরশাদ আরও বলেন, আম্মার পায়ে যে ইনফেকশন হয়েছিল, সেটা আস্তে আস্তে রিমুভ করা হচ্ছে। এগুলো পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

রওশন এরশাদের সঙ্গে আছেন ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App