×

জাতীয়

দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের বৃহত্তম কক্সবাজার রেলস্টেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১১:২৯ এএম

দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের বৃহত্তম কক্সবাজার রেলস্টেশন

কক্সবাজারে দ্রুত এগোচ্ছে দেশের বৃহত্তম রেলস্টেশনের কাজ। ছবি : ভোরের কাগজ

দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের বৃহত্তম কক্সবাজার রেলস্টেশন

রেল লাইনে ট্রাক বসানোর কাজ চলছে। ছবি : ভোরের কাগজ

দ্রুত এগিয়ে চলেছে দেশের বৃহত্তম আইকনিক রেলস্টেশন কক্সবাজার। ঝিকুনের আদলে এ রেলস্টেশনটি তৈতিতে কাজ করে চলেছে ৩০০ জন শ্রমিকসহ বহু কর্মকর্তা।

দোহাজারী কক্সবাজারের জন্য মোট ১৩৬৭ একর জমি অধিগ্রহণ করা হলেও এ আইকনিক স্টেশনটি ২৯ একর জমির ওপর চারতলা বিল্ডিং। এখানে থাকছে অত্যাধুনিক সব সুবিধা।

[caption id="attachment_320850" align="aligncenter" width="700"] রেল লাইনে ট্রাক বসানোর কাজ চলছে। ছবি : ভোরের কাগজ[/caption]

ছয়টি লিফট এবং চারটি স্কলিটন থাকছে যাত্রীদের জন্য। এ স্টেশনে যেমন থাকছে ভিআইপি ওয়েটিং রুম, থাকছে শপিং মল, প্লে গ্রাউন্ড, আবাসিক হোটেলসহ নানাবিধ সুবিধা।

স্টেশনটি বিষয়ে প্রকল্পের উপ-পরিচালক (পূনর্বাসন) মোহম্মদ সেলিম জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০৩ কি.মি. রেল পথের কাজ জোর কদমে চলছে, একং সাথে  ঝিনুকের আদলে নির্মানাধীন এ স্টেশনটি আগামী ২০২২ সালের মধ্যে শেষ হবে। একই সাথে স্টেশনটি সংলগ্ন ১৭টি আবাসিক বিল্ডিং তৈরি হচ্ছে। যাত্রীরা একানে লকারে মালামাল রেখে কক্সবাজার সমুদ্র সৈকত দেখে আবার ফিরতে পারবে। এ রেলপথ ও স্টেশনটি তৈরি হলে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসতে যেতে পারবে।

এ প্রকল্পে ১.৫ বিলিয়ন ঋণ দিচ্ছে। সরকার ১৩৬৭টি একর জমি অধিগ্রহণ করছে প্রকল্পটি ২০২২ সালে শেষ হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App