×

বিনোদন

দাদাগিরির মঞ্চে কি বোমা ফাটালেন সৌরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৩:১৯ পিএম

দাদাগিরির মঞ্চে কি বোমা ফাটালেন সৌরভ

দাদার দাদাগিরি

দাদাগিরির মঞ্চে কি বোমা ফাটালেন সৌরভ

ফিল্ড হোক বা মঞ্চ সবসময় স্ট্রেট ব্যাটেই খেলতে ভালোবাসেন সৌরভ। লুকোচাপা একদম পছন্দ নয় বিসিসিআই প্রেসিডেন্টের। সোজা প্রশ্নের সোজাসাপটা উত্তর দেওয়াই স্বভাবসিদ্ধ ভঙ্গি তার। শনিবার ‘দাদাগিরি’র মঞ্চে ফের একবার তেমনই মেজাজে পাওয়া যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এপিসোডের প্রমো সামনে আসতেই ধামাকা। খবর হিন্দুস্তান টাইমস।

এদিন দাদাগিরির মঞ্চে হবে ‘মহানায়কের স্মৃতিচারণ’। এদিন প্রতিযোগী হিসাবে হাজির হচ্ছেন ভাস্কর চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরীরা। আজ নতুন মা সোনালির প্রশ্নের মুখে পড়বেন মহারাজ। সোনালি প্রিয় দাদার কাছে জানতে চাইবে ‘শোলে’ ছবির চরিত্রে ক্রিকেট দুনিয়ার কোন কিংবদন্তিদের দেখতে চাইবেন সৌরভ। জয়ের (অমিতাভ) চরিত্রে সৌরভ বেছে নেন নিজেকে, বীরু (ধর্মেন্দ্র)-র ভূমিকায় রিয়েল লাইফ বীরুকেই (বীরেন্দ্র সেহবাগ) পছন্দ করলেন সৌরভ। এরপরই কাহিনিতে বড়সড় মোড়! গব্বর প্রসঙ্গ উঠতেই সৌরভ বলে বসলেন, ‘গব্বরের চাকরি গ্রেগ চ্যাপেলকেই দাও'। এরপর হাসতে হাসতে সৌরভের বার্তা, ‘ভাগ্যিস বসন্তীর নামটা জিজ্ঞাসা করেনি’।

সৌরভের সঙ্গে কোচ গ্রেগ চ্যাপেলের বনিবনা না হওয়ার বিষয়টি কারুর অজানা নয়। গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন সৌরভকে শুধু অধিনায়কের পদ খোয়াতে হয়নি, দল থেকেও বাদ পড়েছিলেন মহারাজ। সৌরভ-চ্যাপেলের বিতর্কিত সেই অধ্যায়ের স্মৃতি তরতাজা করে দিল এই ঝলক।

হাজারো ব্যস্ততার ফাঁকেও ‘দাদাগিরি’ নিয়ে ছোটপর্দায় ফিরেছেন সৌরভ। প্রত্যাশামতোই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় ৭.৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলা টেলিভিশনের নন-ফিকশন বিভাগে এক নম্বর জায়গা ধরে রেখেছে ‘দাদাগিরি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App