×

অর্থনীতি

গত ১২ বছরে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে: সালমান এফ রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৯:০০ পিএম

গত ১২ বছরে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে: সালমান এফ রহমান

শনিবার বিডা সম্মেলন কক্ষে প্রি-সামিট প্রেস ব্রিফিং। ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে নতুন বাংলাদেশ তৈরি করতে পেরেছি। এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ আসছে। বাড়ছে দেশি বিনিয়োগও। একই সঙ্গে দেশে বিদেশী বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে প্রি-সামিট প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের সার্বিক প্রস্তুতি জানাতে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। রবিবার ভার্চুয়ালি বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালের পর আবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ সম্মেলন শুরু হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, বিনিয়োগ একটা চলমান পক্রিয়া। বিদেশী বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হয়েছে। ভূমির নামজারি অনলাইনের আওতায় আনার মধ্য দিয়ে অধিকাংশ সেবা যুক্ত করা হয়েছে। বিদেশী বিনিয়োগ আনার লক্ষ্যে এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরের আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশসহ ৫৪ দেশ থেকে ২ হাজার ৫৭৪ জন রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ২ হাজার ১০৯ জন বাংলাদেশী। বাকি ৪৬ জন বিদেশী নাগরিক। সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবসহ অন্তত ১৫ দেশ থেকে বিনিয়োগকারীরা ঢাকায় এসেছেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, যেখানে রয়েছে অসীম বিনিয়োগের সম্ভাবনা’। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আলফনসো গার্সিয়া মোরা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ব্যবস্থাপনা পরিচালক জেরেমি জারগেনস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সম্মেলনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি খাতভিত্তিক কারিগরি অধিবেশন হবে। সেখানে বাংলাদেশে বিনিয়োগ প্রতিযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক শিল্প, কৃষি, চামড়া, ওষুধশিল্প, স্বাস্থ্য, পুঁজিবাজার, পরিবহনসহ ১১টি খাত নিয়ে আলোচনা হবে। প্রতিটি সেশনে একজন বিশেষজ্ঞ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এর উপর দেশি-বিদেশি প্রতিনিধিরা আলোচনা করবেন। সংশ্লিষ্ট খাতের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা বক্তব্য রাখবেন।

বিডা জানিয়েছে, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সম্মেলনে বিডাকে সহযোগিতা করছে। এক হাজার বিনিয়োগকারী এতে অংশ নেবেন।

২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অয়োজকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App