রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা তারাগঞ্জ ব্লিং লেদার কম্পানিতে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- মমতা বেগম ও লাভলি বেগম। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ছয়জন ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।