×

আন্তর্জাতিক

মেক্সিকোতে নারীবাদী বিক্ষোভে গুলি, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৮:৩৮ পিএম

মেক্সিকোতে নারীবাদী বিক্ষোভে গুলি, নিহত ৩

মেক্সিকো সিটিতে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানানো বিক্ষোভে পুলিশ ধোঁয়ার বোমা ছোঁড়ে। ছবি : সংগৃহীত

মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভের মধ্যে গুলির ঘটনায় তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গোয়েইমাস শহরের মিউনিসিপাল প্যালেসের (স্থানীয় সরকার ভবন) বাইরে এ ঘটনা ঘটেছে। সনোরা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক টুইটে এ খবর নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। খবর রয়টার্সের।

নিহত ওই নারী বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। বাকি দুজন শহরের মেয়র কার্লা করডোভার দেহরক্ষী ছিলেন।

এখনও পর্যন্ত গোলাগুলির ঘটনার বিস্তারিত জানা যায়নি।

লাতিন আমেরিকার দেশটিতে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার বিভিন্ন শহরে একযোগে বিক্ষোভ হয়েছে। এদিন বিক্ষোভ-সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

কেবল মেক্সিকোতেই নয়, বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশেও একইরকম বিক্ষোভ হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App