×

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় সংক্রমণ বেড়ে ২৬ কোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০১:১৮ পিএম

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫২৩ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৯৮ হাজার ৪৩৭ জনে। এতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ১৪ জন। ফলে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২ লাখ ৪৮ হাজার ৮১ জনে।

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ১৩২ জন। মারা গেছেন ৩১৫ জন। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৫৬ লাখ ২৩ হাজার ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৭৯৬ জন।

শুক্রবার (২৬ নভেম্বর) ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ২৩৮ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৭৯৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৬৮ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৭ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App