×

আন্তর্জাতিক

প্রজন্মের পর প্রজন্ম একই পরিবার গণতন্ত্রের জন্য হুমকি: মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৭:২১ পিএম

প্রজন্মের পর প্রজন্ম একই পরিবার গণতন্ত্রের জন্য হুমকি: মোদি

শুক্রবার ভারতের সংবিধান দিবসে ভাষণ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের সংবিধান দিবসের অনুষ্ঠানে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ভাষায় কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পরিবারতান্ত্রিক দলের জন্য গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (২৬ নভেম্বর) এ কথা বলেন তিনি।

ভারতে ১৯৪৭ সালের পর থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে পরিচালনা করেছে। আর সংবিধান দিবসের ভাষণে সেটিই ইঙ্গিত করেছেন নরেন্দ্র মোদি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

মোদি বলেন, পরিবারের জন্য পার্টি, পরিবার দ্বারা পার্টি... আমার আরও কিছু বলতে হবে? একটি বহু প্রজন্ম ধরে একটি পরিবারের মাধ্যমে পরিচালিত হয় সুস্থ গণতন্ত্রের জন্য সেটি হুমকি। কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দিকে খেয়াল করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App