×

প্রবাস

দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১০:০৭ পিএম

দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি

ছয় বাংলাদেশি- মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান। ছবি : সংগৃহীত

তালেবানের কাবুল দখলের পর দেশে ফিরেছেন আফগানিস্তানে অবস্থান করা সব বাংলাদেশি। সর্বশেষ ইরান হয়ে আফগানিস্তান থেকে দেশে ফেরেন ছয় জন। শুক্রবার (২৬ নভেম্বর) উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস বলছে, আফগানিস্তানের জালালাবাদে তাবলিগ মারকাজের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশি বুধবার (২৪ নভেম্বর) ইরান হয়ে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ পর্যন্ত ৩২ বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে।

সবশেষ দেশে ফেরা ছয় বাংলাদেশির পরিচয়- মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান।

চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে তালেবান। সেই থেকে এখন পর্যন্ত সবাইকে ফেরানো সম্ভব হয়েছে। তবে এ নিয়ে বেশ বেগ পেতে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App