×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত, বাড়ছে উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৩ এএম

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। বারবার জীনগত রূপ বদলাতে সক্ষম নতুন এই ধরনটি। এর কারণে নতুন করে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ার পেছনে এটি দায়ী বলে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন।

এ ব্যাপারে ভাইরাসবিদ তুলিও ডি অলিভেইরা বলেছেন, দুর্ভাগ্যবশতঃ আমরা নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি, যেটি দক্ষিণ আফ্রিকায় উদ্বেগের কারণ।

প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোকে গ্রিক নাম (যেমন ডেলটা, গামা, বেটা প্রভৃতি) দিয়ে থাকে। আজ সংস্থাটির পক্ষ থেকে নতুন এই ধরনের গ্রিক নাম দেওয়া হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App