×

খেলা

চট্টগ্রামে টেস্ট সিরিজের মাঠের পাশে কারখানায় আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১১:৫৩ এএম

চট্টগ্রামে টেস্ট সিরিজের মাঠের পাশে কারখানায় আগুন

মাঠের পাশে কারখানায় আগুন লেগে গেলে গ্যালারিতে বসে থাকা দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামে টেস্ট সিরিজের মাঠের পাশে কারখানায় আগুন
পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। গ্যালারিতে বসে বেশ স্বাচ্ছন্দে লাল-সবুজের প্রতিনিধিদের খেলা উপভোগ করছিল দর্শকরা। কিন্তু হঠাৎ মাঠের পাশে কারখানায় আগুন লেগে গেলে গ্যালারিতে বসে থাকা দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলোপাতাড়িভাবে মাঠ ত্যাগ করতে ব্যস্ত হয়ে পড়ে তারা। পরে জানা যায় সাগরিকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App