×

আন্তর্জাতিক

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে ডব্লিউএইচও’র জরুরি বৈঠক আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে ডব্লিউএইচও’র জরুরি বৈঠক আজ

প্রতীকি ছবি

দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় করোনার নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর এ বিষয়ে জরুরি বৈঠকে বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (২৬ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

করোনার নতুন ভেরিয়েন্ট সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভেরিয়া বলেন, এ ভেরিয়েন্ট নিয়ে ভীত ছিলেন তিনি। এরপর গত সপ্তাহে এ নিয়ে ডব্লিউএইচও’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপর ডব্লিউএইচও এ নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়।

তিনি ধারণা করছেন, দেশটির জোহানেসবার্গসহ গৌতেং এলাকায় নতুন যেসব করোনা রোগী শনাক্ত হচ্ছে তার ৯০ শতাংশ এ ভেরিয়েন্টে আক্রান্ত।

নতুন এ ভেরিয়েন্টটি হলো বি.১.১.৫২৯ সার্স-কভ-২। বিশেষজ্ঞরা বলছেন, যেটা ধারণা করা হচ্ছিল, তার চেয়ে দ্রুত ছড়ায় এই ভেরিয়েন্ট। ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, এই ভেরিয়েন্টটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠকের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App