×

আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসােইট। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (২২ নভেম্বর) ভ্রমণ সতর্কতা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ে (লেভেল-২) রেখেছে। স্টেট ডিপার্টমেন্টের ট্র্যাভেল অ্যাডভাইজারে এ তথ্য সন্নিবেশিত হয়েছে।

এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার উচ্চতর ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়। অর্থাৎ বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সন্ত্রাস ও অপহরণের কারণেও সতর্ক থাকার কথা বলা হয়।

করোনা প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত টিকার সবগুলো ডোজ নেয়া থাকলে বাংলাদেশে গিয়ে করোনায় সংক্রমিত হওয়া ও গুরুতর উপসর্গগুলো বিকাশের ঝুঁকি কমে যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App