×

আন্তর্জাতিক

৪৩ বছর পর চীনে জন্মহার সর্বনিম্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৯:৫৫ পিএম

৪৩ বছর পর চীনে জন্মহার সর্বনিম্ন

প্রতীকি ছবি

চীনে ৪৩ বছর পর জন্মহার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর চীনে প্রতি হাজারে আট দশমিক আট জন শিশু জন্ম নিয়েছে। এর আগে কয়েক দশকে এ হার ১০ এর ওপর ছিল।

সাপ্তাহিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বনিম্ন অর্থাৎ এক দশমিক ৪৫ শতাংশ। খবর হিন্দুস্তান টাইমস ও ইয়ন নিউজের।

জন্মহার কমে যাওয়ার পেছনে চীনে সন্তান জন্ম দেয়ায় কয়েক দশকব্যাপী হস্তক্ষেপ নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন অনেকে। এ নিয়ে দেশটির সরকার চাপের মুখে আছে। তবে জন্মহার হ্রাসের প্রকৃত কারণ কী সে ব্যাপারে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো কিছু জানায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App