×

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০১:১৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিস্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৪ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তাকে জামিন দেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা চার মামলায় জামিন পেলেন তিনি। বর্তমানে হেলেনা কারাগারে। এখন তার মুক্তিতে আর বাধা নেই।

এরআগে গত ২৯ জুলাই রাত ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় চার ঘণ্টা অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়। পরে হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলা করা হয়। পরে প্রতারণা ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরও দুইটি মামলা হয়।

এরপর গত ৩ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে চারদিন, প্রতারণার মামলায় চারদিন, বিশেষ ক্ষমতা আইনে তিনদিন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আর তিনদিনসহ মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App