×

সারাদেশ

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১০:২৪ পিএম

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

বুধবার যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। ছবি : ভোরের কাগজ

যশোরের কেশবপুরে ফুটপাত দখল করে ব্যবসা করায় ভ্রাম্যমাণ আদালত কতৃক চার ব্যবসায়ীকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

জানা গেছে, কেশবপুর শহরের ফুটপাত অবৈধভাবে দখল করে রাখে কিছু ব্যবসায়ী। এর ফলে ফুটপাতে পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ত্রিমোহিনী মোড় এলাকার ব্যবসায়ী রাজকুমার ঘোষকে দুই হাজার, প্রণব সাহাকে দুই হাজার, অজয় ঘোষকে দুই হাজার ও গোবিন্দ কুমারকে ৫০০ টাকা জরিমানা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App