×

জাতীয়

প্রিসাইডিং কর্মকর্তাদের মাথা নত না করার আহ্বান ইসি রফিকুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৬:২৮ পিএম

প্রিসাইডিং কর্মকর্তাদের মাথা নত না করার আহ্বান ইসি রফিকুলের

ইসি রফিকুল ইসলাম

জনপ্রতিনিধিরা ভোটের দিন কেন্দ্রে এসে ভোট দিয়েই চলে যাবেন। কেন্দ্রে অবস্থান করবেন না। কোনও প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না বলে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন কার্যকর সব পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে জেলার বাগাতিপাড়া জিমনেশিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, এতদিন ভোটের আগের দিন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের সরঞ্জামাদির সঙ্গে ব্যালট হস্তান্তর করা হতো। এখন নির্বাচনের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পৌঁছনো হচ্ছে। এর সুফল হিসেবে রাতে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগমুক্ত নির্বাচন আয়োজন এবং কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে।

তিনি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কোনও পেশি শক্তির কাছে আপনারা মাথা নত করবেন না। ভোটগ্রহণের দিনসহ এর আগে ও পরের সময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন নির্বাচনের নীতিমালা প্রণয়ন এবং নির্দেশনা দেয়। আর আপনারা ভোটকেন্দ্রে ঐ নির্দেশনা বাস্তবায়ন করেন। বাস্তবায়ন কাজ সঠিক হলে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ইতিবাচক হয়। তাই অভিযোগমুক্ত নির্বাচন আয়োজন নির্ভর করছে আপনাদের ওপর।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, বাগাতিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে দুই দিনের প্রশিক্ষণে গতকাল সোমবার ৬০০ জন পোলিং কর্মকর্তা প্রশিক্ষণ নেন। মঙ্গলবার দ্বিতীয় দিনে ৪৮ জন প্রিসাইডিং এবং ২৯৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

আগামী ২৮ নভেম্বর বাগাতিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে ভোট হবে। ভোট সংক্রান্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App