×

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে ৭৮ শতাংশই ফেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০১:২৬ পিএম

ঢাবির ‘গ’ ইউনিটে ৭৮ শতাংশই ফেল

প্রতীকি ছবি

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ খবর জানা গেছে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫ দশমিক ৪৯ শতাংশ।

গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ইউনিটে এক হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৭৯ পরীক্ষার্থী। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টার দিকে ফল ঘোষণা করেন।

ওই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ‘গ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবদুল মঈনসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল বুধবার প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App