৯ বছর পূর্তি কাল
তাজরিন হত্যাকাণ্ডের ৯ বছর পূর্তিতে আগামিকাল বুধবার এ হত্যাকাণ্ডের জন্য দায়িদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
এ দিনটি উপলক্ষ্য “সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট” ও “গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট”এর উদ্যোগে সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এবং সকাল সাড়ে ৮টায় জুরাইন কবরস্থানে তাজরিন অগ্নিকান্ডে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্মরণে পুস্পার্ঘ অর্পন এবং সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে।
শ্রমিক ফ্রণ্টের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য দায়িদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের আই.এল.ও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদান ও পুণর্বাসনের দাবি জানানো হয়।
আজ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে উক্ত কর্মসূচী সফল করার জন্য সংগঠনের অত্র অঞ্চলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।