×

জাতীয়

‘হাফপাস’ দাবিতে মোহাম্মদপুরে অবরোধ শিক্ষার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

‘হাফপাস’ দাবিতে মোহাম্মদপুরে অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের রাস্তা অবরোধ।

গণপরিবহনে ‘হাফপাস’ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার (২২ নভেম্বর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আশেপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অবরোধে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেন। প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিকে ঘিরে নানা আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, বাসে হাফ পাসের দাবিতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App