×

পুরনো খবর

যুদ্ধাপরাধ মামলা: সাবেক সাংসদ মোমিন তালুকদারের রায় বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৬:৪১ পিএম

যুদ্ধাপরাধ মামলা: সাবেক সাংসদ মোমিন তালুকদারের রায় বুধবার

সাবেক সংসদ সদস্য মোমিন তালুকদার

বগুড়ার সাবেক সংসদ সদস্য বিএনপির মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেছেন বলে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান।

এর আগে ১ নভেম্বর ট্রাইব্যুনাল বাদী ও বিবাদী- উভয় পক্ষের সমাপনী যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।

রেজিয়া সুলতানা জানান, মোমিন তালুকদার (৬৯) পলাতক। তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে। ৩টি অভিযোগ আছে তার বিরুদ্ধে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মতে, মোমিন বগুড়ার আদমদিঘি থানার রাজাকার কমান্ডার ছিলেন। তিনি গণহত্যা ও অন্তত ১৯ জনকে হত্যার সঙ্গে জড়িত।

মোমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ছিলেন। ২০০১ ও ২০০৮ সালে বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদিঘি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App