×

জাতীয়

পাঁচ ব্যাংকের প্রশ্নফাঁস: বুয়েট শিক্ষককে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৭:১১ পিএম

পাঁচ ব্যাংকের প্রশ্নফাঁস: বুয়েট শিক্ষককে অব্যাহতি

বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধর। ফাইল ছবি

পাঁচ ব্যাংকের প্রশ্নফাঁস: বুয়েট শিক্ষককে অব্যাহতি

বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধর। ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের প্রশ্নফাঁসের ঘটনায় বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধরকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

রবিবার (২১ নভেম্বর) এ ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।

পরীক্ষার প্রশ্ন তৈরি ও ছাপার অনুমোদন ছিল না ওই শিক্ষকের বলে জানা যায়।

বুয়েট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে বুয়েটের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক নিখিল রঞ্জনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে বুয়েট প্রশাসন।

গতকাল রাত থেকেই এ নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দেশের স্বনামধন্য এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App