×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১০:১৬ পিএম

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

প্রতীকি ছবি

একদিনের ব্যবধানে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলে দাম আরও কমতে শুরু করেছে। এ তেলের দাম সাড়ে তিন শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ হাজার ডলারে নেমে এসেছে। যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম। শনিবার (২০ নভেম্বর) অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় দুই ডলার ৭৩ সেন্ট বা তিন দশমিক ৪৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৬৮ সেন্টে বিক্রি হয়েছে। আর ব্রেন্ট ক্রুড তেলের দাম একই হারে কমে ৭৮ ডলার ৪৬ সেন্টে বিক্রি হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই তাদের সংরক্ষিত তেল বিশ্ব বাজারে ছাড়তে শুরু করেছে। সে কারণে এ পণ্যের দাম পড়তে শুরু করেছে। আকস্মিক তেলের দামের এ পতন সবাইকে অবাক করে দিয়েছে। পাশাপাশি কমার কারণ নিয়েও বিশ্লেষকরা গবেষণা করছেন। খবর রয়টার্সের।

অনেকে মনে করছেন, চীন যুক্তরাষ্ট্রের অনুরোধ রেখেছে বলেই বিশ্ব বাজারে তেলের দাম কমে গেছে। বাইডেন প্রশাসন তার মিত্রদের কাছে অনুরোধ করেছিল যাতে দেশগুলো তাদের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছেড়ে দেয়। সবাইকে অবাক করে দিয়ে চীন এ কাজই করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App