×

স্বাস্থ্য

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। ছবি : সংগৃহীত

২০২২ সালের জানুয়ারির মধ্যে দেশের সাড়ে সাত কোটি মানুষ দুই ডোজ করে টিকা পাবেন। অর্থাৎ ১৫ কোটি ডোজ টিকা পাবেন। ইতোমধ্যেই ৯ কোটি ডোজ টিকা দেয়া শেষ। যাদের টিকা নেয়ার কথা ছিল, তাদের মধ্যে বেশিরভাগই টিকা পেয়ে গেছেন। শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, দেশে করোনা এখন প্রায় নিয়ন্ত্রণে আছে। মৃত্যুর সংখ্যা এখন নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন মেনে এবং আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।

তিনি আরও বলেন, দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দেয়া হবে। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছেন। ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। জানুয়ারির মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হলে বাকি সাড়ে তিন কোটি মানুষকে পর্যায়ক্রমে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App