×

জাতীয়

ইসির নির্দেশ পেয়ে নির্বাচনী এলাকা ছাড়লেন সাংসদ আফজাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

ইসির নির্দেশ পেয়ে নির্বাচনী এলাকা ছাড়লেন সাংসদ আফজাল

নির্বাচন কমিশনের নির্দেশ পেয়ে নির্বাচনী এলাকা ছাড়লেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরের আগে নির্বাচনী এলাকা নিকলী ছেড়ে গেছেন তিনি।

শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে সাংসদ নিকলী ছাড়লেন। এতে করে শনিবার বিকেলে উপজেলার সিংপুর ইউপিতে দলীয় প্রার্থীর পক্ষে পূর্বঘোষিত সভায় যোগ দেওয়া হয়নি তার।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, সাংসদ আফজাল তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন নিকলীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে সাংসদ আফজালকে গতকাল শুক্রবার এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠিতে সাংসদকে আজকের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App