দাগী আসামী কিংবা ছিচকে চোর- যেকোনো অপরাধীকে ধরার জন্য পুলিশ বিভিন্ন ধরনের কৌশল নেয়। কখনও কখনও তাকে নজরদারির মধ্যেও রাখতে দেখা যায়। কিন্তু ফেসবুকে ভুয়া প্রোফাইল খুলে অপরাধী শনাক্তের চেষ্টা? হ্যাঁ, সে রকম একটি কাজই করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ। ফেসবুকে ভুয়া প্রোফাইল তৈরি করে অন্য ব্যবহারকারীকে বিরক্ত করছে সেখানকার স্থানীয় পুলিশ। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফেসবুক। লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগের কাছে সম্প্রতি তারা এ কাজ বন্ধ করতে লিখিত অভিযোগ দিয়েছে। তারা জানিয়েছে, অপরাধী শনাক্তে সেখানকার পুলিশ যা করছে এর সঙ্গে তাদের নীতিমালা সাংঘর্ষিক। ফেসবুকে ভুয়া প্রোফাইল খোলা নিষিদ্ধ। ব্যবহারকারী যাতে নির্বিঘ্নে সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহার করতে পারেন সে উদ্দেশেই এ নীতিমালা গ্রহণ করেছে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।