ঘরের মাঠে ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারছে না টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শনিবার (২০ নভেম্বর) ৭ উইকেট হারিয়ে চাপে পরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন শুরুতে ওপেনার সাইফ হাসান আউট হন। প্রথম টি-টোয়েন্টিতে ১ রান করা সাইফ এবার গোল্ডেন ডাক হলেন। আফ্রিদির ফুলার লেন্থর বল ব্যাটে লাগাতে পারেনি। এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাজঘরে।
এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় নাঈম শেখের উইকেট। ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের অফস্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২ রান করা নাঈম। এরপর লড়াই করার আভাস দিয়ে আউট হন আফিফ হোসেন। তিনি ২০ রান করে সাজঘরে ফিরেন। এখন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৭ উইকেট হারিয়ে ১৮.৩ ওভার শেষে ১০২ রান তুলেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।