×

আন্তর্জাতিক

ভারতে কৃষি আইন বাতিলে উল্লসিত কৃষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১১:৩০ পিএম

ভারতে কৃষি আইন বাতিলে উল্লসিত কৃষকরা

ভারতের বিতর্কিত তিনটি আইন বাতিলের খবরে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন কৃষকরা। ছবি : সংগৃহীত

ভারতের কৃষি আইন বাতিলের আনন্দে উল্লাস করছেন কৃষকরা। পরস্পরকে খাওয়াচ্ছেন মিষ্টি। শুক্রবার (১৯ নভেম্বর) জাতির উদ্দেশে এক ভাষণে দেশটির বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২০ সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার পাস করেছিল বিতর্কিত তিন কৃষি আইন। এর প্রতিবাদে সে বছরের ২৫ নভেম্বর থেকে আন্দোলনে নামেন কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানা থেকে কৃষকরা দলে দলে যোগ দিতে থাকেন এ আন্দোলনে। অবশেষে কৃষকদের ন্যায্য দাবির কাছে নতি স্বীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ জয় কেবলই কৃষকদের।

অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান প্রিয়াংকা গান্ধী এক টুইটে বলেন, তিনি (নরেন্দ্র মোদি) আগামী নির্বাচনে পরাজয়ের আভাস পেয়েছেন। সম্ভবত তিনি বুঝতে শুরু করেছেন এদেশ কৃষকরাই গড়ে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App