×

স্বাস্থ্য

স্কুলে স্কুলে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৫:৩২ পিএম

স্কুলে স্কুলে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এতদিন আমরা একটি স্কুলের মাধ্যমে চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দিয়েছি। এক্ষেত্রে আমরা নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা দেখতে পেয়েছি। তাই পরবর্তী সময়ে আমরা প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কবে থেকে এ কার্যক্রম শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি বড় একটি চ্যালেঞ্জ। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই শুরু করতে পারব। যে স্কুলগুলোতে ইতোমধ্যে টিকা দেয়া হচ্ছে সেগুলোতেও এ টিকা কার্যক্রম নিয়মিতভাবেই চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App