×

মুক্তচিন্তা

খোলা প্রশ্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:৪৬ এএম

আমি কি খুব শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করতে পারি যে, ধর্ষণের অপরাধ শুধু ৭২ ঘণ্টা স্থায়ী হয় কিনা? সেই সীমার পর অপরাধ কি শুধুই হাওয়ায় মিলিয়ে যায়? আমাদের চোখের সামনে একজন শিকার আছে- শারীরিক এবং মানসিক উভয় ক্ষত ভোগ করছে। কিন্তু কোনো অপরাধী নেই? যদি পুলিশকে ৭২ ঘণ্টা পর কোনো মামলা না নেয়ার পরামর্শ দেয়া হয়, তাহলে এর মানে কি এই নয় যে, সেই সময়সীমার পর ধর্ষক আর ধর্ষক থাকবে না। কারণ পুলিশ যদি ধর্ষণের মামলা নথিভুক্ত না করে, তাহলে বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করতে ভিকটিমদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার জানা মতে, কোনো অপরাধের জন্য কোনো সময়সীমা নেই। সব অপরাধের জন্য, ক্ষুদ্র বা গুরুতর, একবার সংঘটিত হলে আইনের দীর্ঘ বাহু যত দেরিতেই হোক না কেন অপরাধীকে খুঁজে বের করবে। আমরা আমাদের আইনি ব্যবস্থার ওপর বিশ্বাস রাখি, তা যতই সত্যের বিরুদ্ধে চলুক না কেন। সুতরাং যখন অন্য কোনো অপরাধই ‘সময়সীমাবদ্ধ’ নয়, কেন ধর্ষণের ব্যতিক্রম হবে? এটি নারীদের বিরুদ্ধে সবচেয়ে ঘন ঘন সংঘটিত অপরাধগুলোর মধ্যে একটি এবং এটিকে সময়সীমাবদ্ধ করে, আমরা কি শুধু নারীদের প্রতি বৈষম্যের একটি নতুন রূপ যোগ করিনি?

সৈয়দ আশিকুজ্জামান আশিক : গবেষণা সহকারী, সেন্টার ফর রিসার্চ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App