×

শিক্ষা

কোচিং সেন্টার বন্ধ ৩ জানুয়ারি পর্যন্ত: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৭:৫৪ পিএম

কোচিং সেন্টার বন্ধ ৩ জানুয়ারি পর্যন্ত: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। তাই আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। এতে ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App