সৌদি আরবে পাচারের পর পৈশাচিক নির্যাতনের শিকার মোছা. নাজমা বেগম (৩৮) নামের এক নারীকে দেশে ফেরত এনেছে র্যাব-৪। গতকাল বুধবার (১৭ নভেম্বর) তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে গত ৩০ অক্টোবর নাজমা আক্তার নামে আরেক নারীকে দেশে ফিরিয়ে আনা হয়।
র্যাব বলেছে, গত ৩০ অক্টোবর রাজধানীর তেজগাঁও এলাকার আয়াত ওভারসিসের অফিসে এক অভিযানে মানব পাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। ওইদিনউ নাজমা আক্তার নামের এক সৌদি প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। সৌদি আরবে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
নাজমা বেগম বলেন, সৌদি আরবের একটি অফিসে দেড় মাস তাকে আটকে রাখা হয়েছিল। পরে তাকে একটি আরব পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেই পরিবারটি তাকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শক দিত।
র্যাব-৪ এর অপারেশন কর্মকর্তা এএসপি মাজহারুল ইসলাম বলেন, এখনও যে দুজন সৌদিতে আটকে আছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।