×

সারাদেশ

হাটহাজারীতে ২১টি সাপ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৮:৩৯ পিএম

হাটহাজারীতে ২১টি সাপ উদ্ধার

উদ্ধারকৃত সাপ হাতে স্নেক রেস্কিউ টিম। ছবি: ভোরের কাগজ

হাটহাজারীতে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও ২টি ঘর গিন্নিসহ ও ১টি দুধ সাপ উদ্ধার করেন বনবিভাগ ও স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের পরিচালক সিদ্দিকুর রহমান রাব্বির নেতৃত্বে সাপগুলো উদ্ধার করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থান থেকে সাপগুলো উদ্ধার করার তথ্য জানান হাটহাজারীর বন বিভাগের কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী।

জানা যায়, দক্ষিণ মেখল এলাকার একটি ঘর ও নন্দীরহাট এলাকার শাহ আলমের ঘর থেকে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও পৌরসদরের সন্ধীপ পাড়া নোয়ামিয়া সর্দার এর বাড়ী থেকে ১টি দুধ রাজ সাপ এবং ফতেপুর ইউনিয়নের জামতলস্থ মো: হৃদয়ের ঘর থেকে ২টি ঘর গিন্নি সাপ উদ্ধার করা হয়।

ফজলুল কাদের চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে উল্লেখিত বসতঘরের বিভিন্ন স্থান থেকে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও ১টি দুধ রাজ সাপ ২টি ঘর গিন্নিসহ ২১টি সাপ উদ্ধার করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App