×

সারাদেশ

মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, পাঁচ বাস চালককে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৫৩ পিএম

মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, পাঁচ বাস চালককে জরিমানা

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ছবি: ভোরের কাগজ

অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় মানিকগঞ্জে পাঁচ বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করার অপরাধে সেলফি, পদ্মা দ্রুতগতি এক্সপ্রেস, যোগাযোগসহ পাঁচটি পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় বিআরটিএ, আনসার ব্যাটেলিয়ান ও ক্যাবের সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App